Howrah

Apr 26 2023, 16:49

*বিচারকের সই নকল! উত্তেজনা আদালত চত্বরে*

হাওড়া আদালতের বিচারকের সই জাল করার অভিযোগে গ্রেফতার এক মুহুরী।গতকাল সন্ধ্যায় তাকে হাওড়া আদালত চত্তর থেকে গ্রেফতার করা হয়।আজ তাকে আদালতে পেশ করা হয়।ধৃতের বিরুদ্ধে প্রতারণা সহ একাধিক ধারায় মামলা শুরু করেছে হাওড়া থানার পুলিশ।জানা গেছে পকসো আদালতের বিচারাধীন জেল বন্দি অমিত ধানুকা নামে এক ব্যক্তি।

তাকে জামিন করানোর নামে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নকল সই করা রিলিজ অর্ডার তৈরি করে অমিত দেবনাথ নামে এক মুহুরী।এই অর্ডার হাওড়া জেলা সংশোধনাগারে পাঠানো হলে সন্দেহ হয় জেলের আধিকারিকদের।কারন গতকাল আদালতে কর্মবিরতি ছিলো আইনজীবীদের।তাছাড়া রিলিজ অর্ডার হবার কথা পকসো আদালত থেকে সেখানে সেই আদালতের বিচারকের সই থাকার কথা।কিন্তু সই ছিলো চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের।

তদন্ত করে জানা যায় এটা নকল রিলিজ অর্ডার।ঘটনাটি জানানো হয় হাওড়া আদালতের ল ক্লার্ক এসোসিয়েশনে।সংগঠনের পক্ষ থেকে অভিযুক্ত মুহুরী অমিত দেবনাথকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।ওয়েস্টবেঙ্গল ল ক্লার্ক এসোসিয়েশনের হাওড়া ইউনিটের সভাপতি সন্তোষ দাস জানান,বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।অভিযুক্ত মুহুরিকে তারা সাসপেন্ড করবেন।আগামীকাল এনিয়ে বৈঠক করা হবে।মুহুরির কাজ করতে গেলে ল ক্লার্ক কাউন্সিল থেকে যে বৈধ অনুমতি নিতে হয় তা বাতিল করার জন্য আবেদন করা হবে।হাওড়া আদালতে যাতে অমিত দেবনাথ কাজ না করতে পারে সে ব্যবস্থা করা হবে।

Howrah

Apr 26 2023, 13:07

মেরামতির জন্য ২দিন রাতে বন্ধ থাকবে দ্বিতীয় হুগলী সেতু


হাওড়া: মেরামতির জন্য বন্ধ থাকবে দ্বিতীয় হুগলী সেতু।আগামী শনিবার রাত ১১.৫৫ থেকে ভোর পাঁচটা পর্যন্ত, রবিবার রাত ১১ টা থেকে পরের দিন ভোর ৬টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ রাখা হবে সেতুর যান চলাচল।মালবাহী গাড়ি যাবে নিবেদিতা সেতু হয়ে।অন্যান্য গাড়ি হাওড়া ব্রিজ ও নিবেদিতা সেতু হয়ে যাবে।

এছাড়াও হাওড়া ব্রিজ মেরামতির কাজ শুরু হবে খুব শীঘ্রই।তার জন্য রাতে ট্রায়াল রান হচ্ছে।অর্থাৎ যে অংশ মেরামত হবে প্রথমে সেখানে গার্ড রেল দিয়ে ঘিরে রাখা হচ্ছে।পরীক্ষা করে দেখা হচ্ছে এরফলে যানজট কতটা হতে পারে।এই রিপোর্ট জমা দেওয়ার পর আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে কবে থেকে ব্রিজের রাস্তা তৈরির কাজ শুরু হবে।

Howrah

Apr 25 2023, 15:56

*সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে নবান্নে ডেপুটেশন জমা*

আজ সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে নবান্নে ডেপুটেশন দেওয়া হয়।চারজন প্রতিনিধি আজ দুপুরে নবান্নে আসেন।মুখ্যসচিবের দপ্তরে ডেপুটেশন দেন।এই কর্মসূচি ঘিরে ছিলো কড়া নিরাপত্তা।রাজ্য সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ জানান অন্যান্য সরকারি কর্মীদের হেল্থ স্কিমের আওতাভুক্ত করা হলেও স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের তা করা হয়নি।তাই তাদের হেল্থ স্কিমের আওতাভুক্ত করতে হবে অবিলম্বে। আজ সেই দাবী নিয়ে ডেপুটেশন দেওয়া হয়।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাদের এই দাবী জানিয়ে মেইল পাঠানো হবে।তিনি আরো বলেন কিছুদিন আগে তাদের ডি এ সহ অন্যান্য দাবী নিয়ে নবান্নে যে বৈঠক হয়েছিলো তা ফলপ্রসু হয়নি।তাই সেই বৈঠকের পর কি চিন্তাভাবনা করছে সরকার তা চিঠি দিয়ে জানতে চাওয়া হবে।

Howrah

Apr 24 2023, 18:51

*সরকারি হোমে নেই রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ছবি!*

লিলুয়ার সরকারি হোমে দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর ছবি না থাকা নিয়ে উষ্মা প্রকাশ জাতীয় শিশু সুরক্ষা কমিটির সদস্য দিব্যা গুপ্তা। হোম পরিদর্শনে এসে তিনি বলেন, কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে দূরত্ব যদিও থাকে তার প্রভাব বাচ্চাদের উপর যেন না পড়ে সেদিকে অবশ্যই নজর দিতে হবে।

তাই সরকারি ভবনে দেশের প্রধান পদে আসীন ব্যক্তিদের ছবি থাকা উচিত। তবে জাতীয় শিশু সুরক্ষা কমিশনের সদস্য হোমের সমস্ত সুবিধা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। কিছু আভ্যন্তরীণ বিষয়ে অবশ্যই রয়েছে যা নিয়ে প্রকাশ্যে তিনি মুখ খুলতে চান নি।সীমান্ত টপকে দেশে আসা বাংলাদেশী শিশুদের নিয়ে আদেও কি চিন্তিত সে দেশের সরকার? লিলুয়ার সরকারি হোম পরিদর্শনে এসে প্রশ্ন তুললেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের সদস্য দিব্যা গুপ্তা। তাঁর সাফ জবাব, আমাদের সরকার যতটা উদ্যোগী হবে ততটা বাংলাদেশের সরকারকেও উদ্যোগী হতে হবে। তবেই সমস্যার সমাধান হবে।

কারণ আমাদের দিক থেকে বিষয়টি দেখতে গেলে, যারা অনুপ্রবেশকারী তারা বেআইনি পদ্ধতি অবলম্বন করেছেন। তা সত্ত্বেও আমরা তাদের থাকার বন্দোবস্ত করছি খাওয়ার ব্যবস্থা করছি পাশাপাশি নিরাপত্তা সুনিশ্চিত করছি। বাংলাদেশ সরকারের উচিত ভারত সরকারের কাছে আবেদন করে তার দেশের বাচ্চাদের ফিরিয়ে নিয়ে যাওয়া। কারণ হোমের আবাসিকরা আমার কাছে জানিয়েছেন তারা দেশে ফিরতে চান।

 তবে জাতীয় শিশু সুরক্ষা কমিশনের সদস্য হোমের সমস্ত সুবিধা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

Howrah

Apr 24 2023, 18:49

*স্কুলে নিয়মিত ক্লাস না করানোয় শুরু প্রতিবাদ*

স্কুলে নিয়মিত ক্লাস না করানোর প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের এক শিক্ষক নেতাকে স্কুলে দীর্ঘক্ষণ আটকে রাখলেন অভিভাবকরা। আজ ঘটনাটি ঘটে ডোমজুড়ের নিবড়া কনভার্টেড জুনিয়র বেসিক স্কুলে। খবর পেয়ে ডোমজুড় থানার পুলিশ তাকে স্কুল থেকে উদ্ধার করে। এদিকে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের চেয়ারম্যান আশ্বাস দেন গোটা ঘটনা খতিয়ে দেখা হবে।

ডোমজুড়ের নিবড়া কনভার্টেড জুনিয়র বেসিক স্কুলে শিক্ষকতা করেন ধ্রুবজ্যোতি সেন নামে এক শিক্ষক। তিনি তৃণমূল কংগ্রেসের শিক্ষক সেলের সক্রিয় কর্মী ছাড়াও তৃণমূল কংগ্রেস নমঃশূদ্র সেলের জেলা সভাপতি। তিনি নিজেকে প্রভাবশালী বলে দাবি করেন এমনটাই অভিযোগ। আজ দীর্ঘদিন বাদে তিনি স্কুলে এলে অভিভাবকরা তাকে স্কুলের মধ্যে ঘেরাও করেন বিক্ষোভ দেখায়।ইউনিস আলী মোল্লা নামে এক অভিভাবক অভিযোগ করেন ধ্রুববাবু স্কুলের নিয়মিত আসেন না। ছোট ছোট পড়ুয়াদের ক্লাস নেন না।

ফলে পড়ুয়াদের অসুবিধা হচ্ছে। এ নিয়ে তারা প্রধান শিক্ষককে জানালেও কোন কাজ হয়নি। এ নিয়ে স্কুলের প্রধান শিক্ষক অমর চট্টোপাধ্যায় জানিয়েছেন রাজনৈতিক নেতাদের হাত ওই শিক্ষকের মাথায় আছে বলে তিনি দাবি করেন। তিনি নিয়মিত স্কুলে আসেন না। এ ব্যাপারে তিনি স্কুল শিক্ষা দপ্তরকে জানিয়েছেন। তবে কাজের কাজ কিছু হয়নি। ফলে স্কুলে অসুবিধা হচ্ছে। এদিকে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের চেয়ারম্যান কৃষ্ণ ঘোষ জানিয়েছেন এ ব্যাপারে তার কাছে কেউ লিখিত অভিযোগ করেননি। তিনি এ ব্যাপারে এস আই য়ের কাছে রিপোর্ট তলব করবেন। এর পাশাপাশি কেউ অভিযোগ করলে তিনি ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দেন। তবে এ ব্যাপারে শাসক দলের নেতা হলেও কোন অসুবিধা নেই বলে তিনি জানান।

Howrah

Apr 24 2023, 18:46

*সি সি ক্যামেরা ভাঙার অভিযোগ উঠলো দুষ্কৃতীর বিরুদ্ধে*

এলাকায় দুষ্কৃতীরাজ কায়েম রাখতে এলাকার সি সি ক্যামেরা ভাঙার অভিযোগ। আগ্নেয়াস্ত্র সহ পুলিশের হাতে পাকড়াও দুই দুষ্কৃতী।

দাসনগর থানা এলাকার পি রোডের কাজীপাড়া এলাকার মানুষ অতিষ্ট দুষ্কৃতীদের দৌরাত্বে। নিজেদের মৌজ মস্তির প্রয়োজনে এলাকার মানুষের থেকে জোর করে ভয় দেখিয়ে টাকা তোলার অভিযোগ একদল দুষ্কৃতীর বিরুদ্বে। এলাকায় দুষ্কৃতীদের গতিবিধির ওপরে নজর রাখতে এবং নিজেদের নিরাপত্তার খাতিরে এলাকার মানুষ সি সি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করেছেন। বেশ কিছু বাড়ির সামনে তা লাগানো হয়েছে ইতিমধ্যে। 

অভিযোগ, অতি সম্প্রতি একটি নির্মীয়মান বাড়ির সামনে লাগানো সেই ক্যামেরা ভেঙে দেয় দুষ্কৃতীরা। পুলিশের দ্বারস্থ হয় স্থানীয়রা।

এর পর পুলিশ বিষয়টিতে নজর রাখতে শুরু করে। সে নজরদারিতে শুভঙ্কর পল্লে এবং রাকেশ মান্না নামে দুই দুষ্কৃতিকে গ্রেপ্তার করে দাসনগর থানার পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র। সোমবার তাদের হাওড়া আদালতে পেশ করা হয়।

এলাকার মানুষ চাইছেন দুষ্কৃতীরাজ বন্ধ হোক এলাকায়। মানুষ যাতে নিরাপদে বসবাস করতে পারে সেদিকে আরও বেশি নজর দিক পুলিশ। 

উল্লেখ্য, যে ক্যামেরাগুলি ভাঙ্গা হয়েছিল, সেগুলি আবার নতুন করে প্রতিস্থাপন করা হয়।

Howrah

Apr 24 2023, 09:10

*খেলতে গিয়ে ছাদ থেকে পড়ে জখম হল বালক*

খেলতে খেলতে পাঁচ তলা বাড়ির ছাদ থেকে পড়ে গুরুতর জখম এক ৯ বছরের বালক। তাকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হয়েছে হাওড়া জেলা হাসপাতালে। সেখানে তার চিকিৎসা চলছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে গোড়াবাড়ি থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর গতকাল রাত সাড়ে নটা নাগাদ পিলখানার ফকির বাগান লেনের এক পাঁচ তলা বাড়ির ছাদে খেলছিল বাচ্চা ছেলেরা। সেই সময় চোখে রুমাল বেধে কানামাছি খেলছিল কয়েকজন ছোট ছেলে। হঠাৎ অনীশ কুমার নামে ৯ বছরের একটি ছেলে ছাদের পাঁচিল টপকে নিচের রাস্তায় পড়ে যায়। সেই সময় রাস্তার ধারে বসে আড্ডা মারছিলেন স্থানীয় যুবকরা। সঙ্গে সঙ্গে তারা ছুটে আসেন। আহত অবস্থায় অনীশকে তারা হাওড়া জেলা হাসপাতালে নিয়ে আসেন।

সেখানে সে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার পর ছুটে আসে গোলাবাড়ি থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে তারা। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে অনীশের চোখে রুমাল বাধা ছিল। ছাদের পাঁচিল বেশি উঁচু না হওয়ার কারণে সে পাঁচিল টপকে নিচে পড়লে দুর্ঘটনা ঘটে।

Howrah

Apr 22 2023, 15:34

*সেতুর ওপর ভয়াবহ দুর্ঘটনা*


নিবেদিতা সেতুতে ওঠার মুখে ভয়াবহ দুর্ঘটনা। নিবেদিতা সেতু থেকে নামার রাস্তা দিয়ে একটি বাইক দুরন্ত গতিতে ব্রিজে উঠছিল। সেই বাইকে দুজন আরোহী ছিল হেলমেট ছাড়া। সেই সময় ব্রিজ থেকে মাঝারি গতিতে একটি চার চাকা গাড়ি আসছিল। তখনই বাইক এবং গাড়িটির মুখোমুখি সংঘর্ষ হয়। দুজন আরোহী ছিটকে পড়েন রাস্তায়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বালি থানার পুলিশ ও বালি ট্রাফিক গার্ডের কর্মীরা। রাস্তা থেকে সরিয়ে নিয়ে যায় দুর্ঘটনাগ্রস্থ বাইক এবং গাড়িটি। বাইকটির প্রায় পুরো ক্ষতিগ্রস্ত। হাসপাতালে ভর্তি করা হয়েছে ২জনকে।

প্রত্যক্ষদর্শিরা জানাচ্ছেন, দক্ষিণেশ্বরের দিক থেকে বাইকটি এই রাস্তায় উঠেছিল। বালিতে টোল প্লাজার কাছে এসে বেরোতে না পারায় ফের উল্টো লেন ধরে দক্ষিণেশ্বরের দিকে যাচ্ছিল দুরন্ত গতিতে। সেই সময় সংঘর্ষ টি হয়। জি রাস্তায় বাইক ওঠা সম্পূর্ণভাবে নিষিদ্ধ সেখানে এতক্ষণ এই বাইকটি কিভাবে রইল তা নিয়ে উঠছে প্রশ্ন।

Howrah

Apr 21 2023, 17:26

*করোনার বাড়বাড়ন্তের জেরে খোলা হল করোনা ওয়ার্ড*


ফের বাড়ছে করোনার প্রকোপ ।এনিয়ে সরকারি নির্দেশিকা ইতিমধ্যেই জারি করা হয়েছে জেলা স্বাস্থ্য দপ্তরে।সেইমতো হাওড়ার টি এল জয়সওয়াল হাসপাতালে খোলা হলো কোভিড ওয়ার্ড।হাসপাতালের একটি ফ্লোর করোনা আক্রান্তদের চিকিৎসার জন্য প্রস্তুত করা হয়েছে।হাওড়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডঃ নিতাই চরণ মন্ডল জানান ফের করোনার সংক্রমণ বাড়ছে।তবে তা আগের মতো মারাত্মক নয়।মৃত্যুর হার কম।তবে করোনা মোকাবিলায় জেলা স্বাস্থ্য দপ্তর প্ৰস্তুত।সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে।উত্তর হাওড়ার জয়সওয়াল হাসপাতালে ষাটটি শয্যা রাখা হয়েছে।এছাড়া দশটি শয্যার ক্রিটিক্যাল ইউনিট খোলা হয়েছে।

এছাড়া কোভিড পরীক্ষার ব্যবস্থা রয়েছে।তবে এখনো পর্যন্ত কোনো করোনা আক্রান্ত রোগী ভর্তি হয়নি।মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানান করোনা নিয়ে আগের মতো ভয়ের কিছু না থাকলেও জ্বর সর্দি হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।সংক্রমন যাতে না ছড়ায় তারজন্য মাস্ক ব্যব্যবহার করা প্রয়োজন।

Howrah

Apr 20 2023, 21:22

শিবপুর এলাকায় ড্রোনের মাধ্যমে নজরদারি


হাওড়া:রামনবমীতে হাওড়ার শিবপুরে অশান্তির ঘটনা ঘটেছিলো।সামনেই ঈদ।এরমধ্যে যাতে নতুন করে কোনো অশান্তি না ছড়ায় তারজন্য আগে থেকেই নজরদারি চালাচ্ছে হাওড়া সিটি পুলিশ।শিবপুর এলাকায় ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে।রামনবমীর দিন অশান্তির সময় বহুতলের ছাদ থেকে প্রচুর ইটপাটকেল মারা হয়।

তাই বহুতলের ছাদে কিছু মজুত করে রাখা হচ্ছে কিনা তা দেখা হচ্ছে আজ ড্রোনের মাধ্যমে।এছাড়াও শিবপুর থানার পুলিশ ও সেন্ট্রাল জোনের আধিকারিকরা বিভিন্ন জায়গায় রাফ নিয়ে রুট মার্চ করছে।এই নজরদারি প্রতিদিন চালানো হবে বলে পুলিশ সূত্রে খবর।